মর্মান্তিক ঘটনা আলিপুর চিড়িয়াখানায়, বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২

0
1

লকডাউনের দুপুরবেলায় মর্মান্তিক ঘটনা আলিপুর চিড়িয়াখানা চত্ত্বরে। বিজ্ঞাপনের হোর্ডিং লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই যুবকের। আর একজন গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

জানা গিয়েছে, এদিন দুপুরে পায়োনিয়ার নামে একটি বিজ্ঞাপন সংস্থা বিজ্ঞাপনের বিল বোর্ড লাগাতে লোহার রড দিয়ে খুঁটি তৈরি করে কাজ শুরু করেছিল। হাতির এনক্লোজার গায়ে এই বিল বোর্ড লাগানো হচ্ছিল। প্রবল বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে ঘটনাস্থলেই তড়িদাহিত হন তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাড়িনী ঘোষ ও প্রদীপ দাস ভদ্রর। তিনজনকেই সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কর্মীর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাস্থলে ওয়াটগঞ্জ থানার পুলিশ পৌঁছেছে। কী কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকার মানুষ প্রবল ক্ষুব্ধ।