Exclusive: এক দেশলাই কাঠিতে ৪৭ স্বাধীনতা সংগ্রামী! বাঙালী তরুণের বিশ্বরেকর্ড

0
1

ভুট্টা দানার ওপর রবীন্দ্রনাথ ঠাকুর এঁকে প্রথম রেকর্ডে নাম তোলেন । ২০১৯ সালে ‘ইন্ডিয়ান বুক অফ রেকর্ড’-এ নাম ওঠে। এরপর একের পর এক কাজ। একের পর এক রেকর্ড। ‘এক্সক্লুসিভ রেকর্ড হোল্ডার’, ‘চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড রেকর্ড’। এবার তরুণ শিল্পী বিমান আদকের হাতে এল তৃতীয় বিশ্ব রেকর্ডের শংসাপত্র।

দেশলাই কাঠির মধ্যে ৪৭ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি

৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি একটি দেশলাই কাঠির ওপর এঁকেছিলেন ৪৭ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি। আর তাঁর ওই কাজের জন্যই তৃতীয় বার বিশ্ব রেকর্ডের নাম তুললেন পশ্চিম মেদিনীপুরের জেলার দাসপুরের নাড়াজোল গ্রামের এই শিল্পী।

সরষে দানায় পৃথিবী

বৃহস্পতিবার তাঁর হাতে এসে পৌঁছয় নোবেল ওয়ার্ল্ড রেকর্ডের শংসাপত্র। ৪৭জন স্বাধীনতা সংগ্রামীর ছবি তরুণ শিল্পীর বেনোজির সৃষ্টি নিয়ে প্রথম প্রতিবেদন করে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। এরপর একের পর এক মিডিয়া শিল্পী বিমান আদকের কাজ নিয়ে খবর করে। তাঁর এই শিল্প যে আবার বিশ্বের দরবারে প্রশংসিত হবে এমন শুভেচ্ছা ইতিমধ্যেই পেয়েছেন শিল্পী । অবশেষে এল সেই সুখবর।

তৃতীয় বিশ্ব রেকর্ডের শংসাপত্র হাতে পাওয়ার পর কেমন অনুভূতি? শিল্পী বিমান আদক বলেন, “আরও ভালো কাজ করার ইচ্ছা জাগছে। আমার দেশের নাম, গ্রামের নাম বিশ্বের দরবারে এটাই আমার কাছে গর্বের এবং অনুপ্রেরণার ।”