জলসীমায় রাশিয়ার যুদ্ধজাহাজ, তাড়া করতে ছুটল ব্রিটেন

0
1

আন্তর্জাতিক জলসীমায় লঙ্ঘন করেছিল রাশিয়ার যুদ্ধ জাহাজ। পৌঁছে গিয়েছিল প্রায় ব্রিটেনের জলসীমার কাছে। রীতিমতো তাড়া করে ৯টি যুদ্ধজাহাজ ফেরাল ব্রিটেনের রয়্যাল নেভি।

রয়্যাল নেভির পক্ষ থেকে জানানো হয়েছে, জলসীমা খুব কাছে যুদ্ধজাহাজগুলি দেখা যায়। পেট্রল ভেসেল এইচএমএস মার্সে ও এইচএমএস টাইন এবং টাইপ ২৩ ফ্রিগেট ওয়েস্টমিনিস্টার যুদ্ধজাহাজ নজরদারি চালাতে শুরু করে। জানা গিয়েছে, ৯টি রাশিয়ান যুদ্ধজাহাজের মধ্যে ৩টি ছিল স্টিরেগাসচি ক্লাস করভেট, ৩টি রোপুচা ক্লাস করভেট ও তিনটি মিসাইল ঠাসা পেট্রল বোট। প্রত্যেকটি যুদ্ধজাহাজের গতিবিধি নজর রাখে ব্রিটেন। ব্রিটেনের সঙ্গে নজরদারিতে যোগ দেয় পর্তুগাল, কানাডা, জার্মানি, নরওয়ে ও ডেনমার্ক।

গত মাসেই জাহাজগুলি বাল্টিক সাগর থেকে নর্থ সির দিকে যেতে দেখা যায়। ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে পর্তুগীজ ফ্রিগেট এআরপি কোর্তে রিয়াল নজরদারি শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় রয়্যাল কানাডিয়ান নেভির হ্যালিফাক্স ক্লাস ফ্রিগেট এইচএমসিএস টরোন্টো এবং জার্মান ও নরওয়ের ভেসেল। যদিও জলসীমার কাছাকাছি রাশিয়ার জাহাজ পৌঁছে যাওয়া এই প্রথম নয় বলে জানাচ্ছে ব্রিটেন।