আদালত অবমাননার মামলার শুনানি স্থগিত রাখতে সুপ্রিম কোর্টে আর্জি প্রশান্ত ভূষণের

0
1

আদালত অবমাননার মামলায় তাঁর শাস্তির শুনানি স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন আইনজীবী প্রশান্ত ভূষণ৷
প্রসঙ্গত, আইনজীবী প্রশান্ত ভূষণ গত ১৪ আগস্ট দোষী সাব্যস্ত হন৷ ২০ আগস্ট শাস্তি ঘোষণার কথা সেদিনই জানায় শীর্ষ আদালত৷ এরই মাঝে দোষী সাব্যস্ত প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে তাঁর শাস্তির শুনানি স্থগিত রাখার জন্য আবেদন করেছেন৷ আবেদনে বলেছেন, তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালতের যে আদেশ, তার বৈধতা নিয়ে পুনর্বিবেচনার আবেদন তিনি করেছেন৷ সেই আবেদন গ্রহণ না করা পর্যন্ত আদালত অবমাননার মামলায় শাস্তি ঘোষণা স্থগিত রাখা হোক৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, বিআর গাভাই এবং কৃষ্ণ মুরারির এজলাশে বৃহস্পতিবারের নির্ধারিত শুনানির আগেই এই আবেদন করেছেন প্রশান্ত ভূষণ।
ভূষণের আবেদনে বলা হয়েছে, “গত ১৪ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের নির্দেশের বৈধতার প্রশ্ন তুলছেন তিনি৷ সে কারনেই শাস্তি ঘোষণা স্থগিত রাখা হোক৷ কারণ ওই আদেশের প্রভাব গুরুতর এবং আদেশের সাংবিধানিক তাৎপর্যও বিশাল৷ সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য তাঁকে ৩০ দিন সময় দেওয়া হোক।
আদালত অবমাননা আইন অনুযায়ী, এই অপরাধ প্রমানিত হলে ৬ মাসের কারাদণ্ড অথবা ২,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডই একসঙ্গে হতে পারে।