গঙ্গায় স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই যুবকের

0
3
প্রতীকী ছবি

জমা জলের জের। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ২ যুবকের। ঘটনাস্থল শিবপুর বি ই গার্ডেন।

জানা গিয়েছে সুমন শর্মা ও শ্রীকান্ত দাস নামে দুই যুবক এদিন দুপুরে গঙ্গায় স্নান করতে যাচ্ছিল। রাস্তায় জল জমে গিয়েছিল টানা বৃষ্টির কারণে। রাস্তা পার হওয়ার সময় ইলেকট্রিক পোস্ট ধরে পেরোনোর চেষ্টা করতেই মরান্তিক এই দুর্ঘটনা। সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শ্রীকান্ত। দুজনকেই হাওড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। লাইট পোস্ট তড়িদাহিত হওয়ার জন্য এলাকার মানুষ সিইএসসিকে দায়ী করেছে। তারা কোনওরকমের রক্ষাণাবেক্ষণ করে না বলে অভিযোগ। ঘটনা ঘিরে এলাকার মানুষ ক্ষুব্ধ।