করোনা মোকাবিলার “মডেল” বাম শাসিত কেরল এখন সংক্রমণের গর্ভগৃহ

0
1

মারণ ভাইরাসের দাপটে দেশজুড়ে তখন আতঙ্কের ঘনঘটা। মহারাষ্ট্র-দিল্লি-তামিলনাড়ু-পঞ্জাব-মধ্যপ্রদেশে-রাজস্থানের ঘুম উড়েছে। এইসব রাজ্যগুলোতে হু হু করে বাড়ছে সংক্রমণ, ঠিক তখন দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা কমিয়ে ফেলে কেরল। শুধু দেশ নয়, গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছিলো কেরল “মডেল”। সংক্রমণ কমিয়ে বাম শাসিত কেরল আনলক ফেজ শুরু করেছিল। কিন্তু ছবিটা পাল্টে গেল শেষ কয়েক সপ্তাহেই। এখন দেশের সব রাজ্যের গড়ের তুলনায় সবচেয়ে বেশি হারে সংক্রমণ বাড়ছে কেরলেই।

এখন প্রতিদিন হাজার হাজার কোভিড-১৯ পজিটিভ কেস ধরা পড়েছে কেরলে। বাম শাসিত রাজ্যটি বর্তমানে প্রতিদিন রেকর্ড গড়ছে। কখনও কখনও প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। ইতিমধ্যেই কেরলে মোট আক্রান্তের সংখ্যা পার হয়েছে ৫০ হাজার। এবং সেটা মাত্র কয়েকদিনেই যদিও দ্রুত এখনও দেশের মধ্যে অন্যতম কম মৃত্যুর হার কেরলেই।

পরিসংখ্যান বলছে, গত এক মাসে ৪.০১ শতাংশ হারে বেড়েছে কেরলে করোনা পজিটিভের সংখ্যা। দ্রুত করোনা সংক্রমণ বৃদ্ধির নিরিখে এখন দেশের মধ্যে পঞ্জাবের পরই স্থান করে নিয়েছে পিনারাই বিজয়নের রাজ্য।

শুধু তাই নয়, কেরলই দেশের মধ্যে সর্বপ্রথম গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে ঘোষণা করে। একথা জানান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিজে মুখে ঘোষণা করেন।