শাস্তির কোপে নেইমারের চ্যাম্পিয়নস ফাইনাল খেলা হবে না!

0
1

জার্সি বিনিময় করে শাস্তির মুখে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। চ্যাম্পিয়নস লিগে প্রথমবার ফাইনালে উঠে উঠেছে নেইমারের দল। জার্মান ক্লাব লিপজিগকে ৩-০ গোলে হারানোর পর হলস্টেনবার্গের সঙ্গে জার্সি বিনিময় করেন নেইমার। উয়েফার কোভিড প্রোটোকল অনুযায়ী জার্সি বিনিময় নিষিদ্ধ। কারণ, ভাইরাস সংক্রামিত হতে পারে। ফলে যিনি এই কাজ করবেন, তিনি শাস্তি তো পাবেনই, সেইসঙ্গে ১২ দিন সেলফ কোয়ারান্টাইনে থাকতে হবে। আর চার দিন বাকি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। আর সেই নিয়ম মানলে নেইমারকে।ছাড়াই ফাইনালে নামতে হবে পিএসজিকে। প্রশ্ন কী হবে? তারকা বলেই ছাড় পাবেন নেইমার? নাকি আইনের ফাঁদে ফাইনাল খেলা হবে না ব্রাজিলের তারকার।