মুম্বই পুরসভার কোয়ারান্টাইন রাজনীতির পাল্টা চাল সিবিআইয়ের

0
3

এবার মুম্বই পুলিশ আর পুরসভার কোয়ারান্টাইন রাজনীতি রুখতে কৌশলী পদক্ষেপ সিবিআইয়ের। আজ, বৃহস্পতিবার সিবিআই পৌঁছচ্ছে মুম্বই, হাতে থাকছে গোটা টিমের করোনা রিপোর্ট। আগামিকাল পৌঁছবে ফরেন্সিক টিম। তাঁরাও এই পদ্ধতি নিতে চলেছেন। মুম্বই পৌঁছেই সিবিআই প্রথমে মুম্বই পুলিশের সঙ্গে দেখা করবে। তারপর যাবে সুশান্তর ফ্ল্যাটে। প্রথমেই রিয়া চক্রবর্তীকে জেরা করার পরিকল্পনা। তারপর তার ভাই সৌভিক, সৌভিকের বান্ধবী, সুশান্তর বন্ধু সিদ্ধার্থ পাঠানি, গাড়ির ড্রাইভার, রান্নার লোক, সেক্রেটারি সকলকেই পরপর জিজ্ঞাসাবাদ করা হবে। মুম্বই পুলিশের কাছ থেকে রিয়া, সুশান্ত, সৌভিক, সিদ্ধার্থর কল লিস্টও চাওয়া হবে। সব মিলিয়ে। তদন্ত নিয়ে টান টান উত্তেজনা।