ভারতে ক্যান্সার আক্রান্ত নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। দেশজুড়ে আগামী ৫ বছরে উদ্বেগজনক ভাবে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে। এমন তথ্যই দিচ্ছে আইসিএমআর।
আইসিএমআর জানিয়েছে, ২০২০ সালে সারা দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ৷ ২০২৫ সালের মধ্যে ১২ শতাংশ বৃদ্ধি পাবে মোট আক্রান্তের সংখ্যা। আগামী পাঁচ বছরের সেই সংখ্যাটা হবে ১৫ লক্ষ। ওই রিপোর্টে আইসিএমআর উল্লেখ করেছে, তামাক সেবনের কারণে ক্যান্সারে আক্রান্ত হন ২৭.১ শতাংশ৷ পুরুষদের মধ্যে ফুসফুস, মুখ গহ্বর, স্টম্যাক ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। স্তন, ইউটেরাসে ক্যান্সারে আক্রান্ত হন মহিলারা।
ভারতে মোট ক্যান্সার আক্রান্তের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত মহিলার সংখ্যা প্রায় ২ লক্ষ। পুরুষ ও মহিলা মিলিয়ে ২ লক্ষ ৭০ হাজার জন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে ক্যান্সার আক্রান্ত হন। ২০২০ সালের ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রাম রিপোর্ট অনুযায়ী, চলতি বছর পুরুষদের মধ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৭৯ হাজার ৪২১৷ ৫ বছরে তা বেড়ে হতে পারে ৭ লক্ষ ৬৩ হাজার ৫৭৫৷ ক্যান্সার আক্রান্ত মোট মহিলার সংখ্যা ৭ লক্ষ ১২ হাজার ৭৫৮৷ ২০২৫ সালে তা হতে পারে ৮ লক্ষ ৬ হাজার ২১৮৷





























































































































