‌গঙ্গার ভাঙন পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ

0
1

মুর্শিদাবাদে গঙ্গার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। শুধু তিনি নন, তাঁর সঙ্গে যাওয়া বিজেপির রাজ্য নেতাদের কয়েক জনকে ঘিরে ধরে ক্ষোভ দেখান এলাকার মানুষজন। বিজেপি সাংসদ খগেন মুর্মু ফরাক্কার হোসেনপুর, পার সুজাপুর ও কুলিদিয়ার এলাকা পরিদর্শনে গেলো তাঁদের ঘিরে ধরেন স্থানীয়রা। ব্যারেজ কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন সকলে। অবশেষে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কোনরকমে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন খগেন মুর্মু।

প্রসঙ্গত, মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের ভাঙন কবলিত এলাকা কুলিদিয়ার। প্রতি বছরের মতো এ বছরও ভাঙনে তলিয়ে গেছে কয়েকশো বাড়ি। জমি, বসত বাড়ি হারিয়ে পথে বসেছেন মানুষ।আতঙ্কের মধ্যে প্রহর গুনছে প্রায় ৩০০টি পরিবার। যে কোনও সময় গঙ্গা গর্ভে তলিয়ে যেতে পারে গ্রামের একমাএ মাধ্যমিক শিক্ষাকেন্দ্রটিও। বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের অধীনে থাকা ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি।