লকডাউনের সকালে ফের শহরে দুর্ঘটনা। ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির গাড়ি থামাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক কর্তব্যরত পুলিশ কর্মী। গাড়িটি বিশ্বজিৎ সাহা নামে এক ট্রাফিক সার্জেন্টকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় বিশ্বজিতবাবুকে তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। পরে আকাশ হালদার ও তিতাস মিত্র নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করতে পারে পুলিশ।