আজ ২০ অগাস্ট। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর ৭৬ তম জন্মবার্ষিকী। সারা দেশের মতো কলকাতা শহরের প্রতিবছর এই বিশেষ দিনটিকে শ্রদ্ধায়-স্মরণে পালন করা হয়। কিন্তু করোনা আবহে আজ রাজ্যজুড়ে সাপ্তাহিক লকডাউন।
তাই মধ্যরাতেই জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি কর্মীরা পিপিই পরে শহরের প্রায় সমস্ত রাজীব গান্ধীর মূর্তি স্যানিটাইজ করেন। এবং মালা পরান তাঁর আবক্ষ মূর্তিতে।

প্রয়াত রাজীব গান্ধীর মূর্তি স্যানিটাইজ করে জন্মদিন পালনের প্রথম কর্মসূচি পালিত হয় সদ্য প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ৪৫, নম্বর আমহার্ট স্ট্রিটের বাড়ির সামনের রাজীব গান্ধী মূর্তি দিয়ে।




























































































































