রাইটার্স বিল্ডিংয়ে কর্মরত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার বাড়ি থেকে

0
1

রাইটার্স বিল্ডিংয়ে কর্মরত এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। মৃত ব্যক্তির নাম কল্যাণ বিশ্বাস। বাড়ি গড়িয়া এলাকার পাঁচপোতায়।

জানা গিয়েছে, এদিন ভোররাত সাড়ে তিনটা নাগাদ পরিবারের লোকেরা দেখেন কল্যাণবাবু গেটের গ্রিলে দড়ির ফাঁসে ঝুলন্ত অবস্থায় ঝুলছে। পারিবারিক সূত্রে খবর, শ্বশুরের শরীর খারাপ থাকায় কয়েকদিন তিনি শ্বশুরের সঙ্গেই একঘরে রাতে থাকতেন। আজ, বুধবার সকালে স্ত্রী অঞ্জনা বিশ্বাস উঠে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছেন তিনি। তড়িঘড়ি সোনারপুর থানার খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।