বড় ধাক্কা মুম্বই পুলিশ ও রিয়া চক্রবর্তীর, সুশান্ত-মামলা সিবিআইয়ের হাতে

0
3

বড় ধাক্কা খেল রিয়া চক্রবর্তী ও মুম্বই পুলিশ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, বিহার পুলিশ যে এফআইআর করেছিল, তা যথাযথ এবং যৌক্তিক। একই সঙ্গে বলা হয়েছে রিয়া চক্রবর্তীর আবেদন যথার্থ নয়। বিহার পুলিশ পাটনায় এই মামলা দায়ের করে ভুল কিছু করেনি। মুম্বই পুলিশকে সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এই মামলা সুপ্রিম কোর্টে গড়ায় মূলত রিয়া চক্রবর্তীর আবেদনের কারণেই। সুশান্তর বাবা তাঁর বয়সজনিত কারণে পাটনায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। এই মামলা মুম্বইতে ট্রান্সফার বা স্থানান্তর করার জন্য রিয়া সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। আর তার জেরেই আজকের এই সিদ্ধান্ত। চাইলে সিবিআই এখন নতুন করে মামলা দায়ের করে তদন্ত শুরু করতে পারে।