অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম তুলে দিলো এসবিআই

0
1

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়মে খুশি গ্রাহকরা। এখন থেকে এসবিআই-এর অ্যাকাউন্টহোল্ডারদের ব্যাঙ্কের এসএমএস পরিষেবা পাওয়ার জন্য কোনও চার্জ দিতে হবে না। পাশাপাশি ওই অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার বাধ্যবাধকতা থাকছে না বলে জানিয়েছেন এসবিআই কর্তৃপক্ষ।

সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখার নিয়মটি গত মার্চ থেকেই সাময়িক ভাবে তুলে দিয়েছে এসবিআই। জানা গিয়েছে, মহামারি-সঙ্কটে সাধারণ মানুষকে আর্থিক ভাবে সুরাহা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এদিন এসবিআইয়ের পক্ষ থেকে টুইট করে এ কথা জানানো হয়েছে।