BREAKING: ফের শহরে রবিনসন ষ্ট্রিট কাণ্ডের ছায়া! এবার কোথায়?

0
1

ফের শহরে রবিনসন ষ্ট্রিট কাণ্ডের ছায়া! এবার ঘটনা বেহালার সরশুনায় রাখাল মুখার্জি লেনের একটি আবাসনের। ঘন্টার পর ঘন্টা বন্ধ ঘরে বৃদ্ধ বাবার মৃতদেহ আগলে রাখলেন মেয়ে। আজ, বুধবার প্রতিবেশিরা দুর্গন্ধ পেয়ে দরজা ধাক্কা দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। মৃতের নাম রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (৮৭)। দেখা যায় বাবার পচাগলা মৃতদেহ আটকে বসে রয়েছেন মেয়ে। পুলিশের প্রাথমিক অনুমান, অন্তত দু’দিন আগে বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের মেয়ে মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ সূত্রে খবর। মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

স্থানীয়রা জানাচ্ছেন, এই পরিবারে এমন ঘটনা নতুন নয়। এর আগে ২০১৯ সালে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী যখন মারা গিয়েছিলেন, তখন ঠিক একইভাবে বাবা, মেয়ে এবং ছেলে সেই মৃতদেহ আগলে বসেছিল। এখানেই শেষ নয়, ওই বছরই মায়ের মৃত্যুর কয়েক মাস পর ছেলেও মারা যায়। তখন একইভাবে বাবা ও মেয়ে সেই মৃতদেহ আগলে রেখেছিল। এবার বাবা মারা যাওয়ার পর একই ঘটনার পুনরাবৃত্তি।