বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পৌষ মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা সৃষ্টি ও ভাঙচুর-লুটপাটের ঘটনার তদন্তে এবার ইডি। ঘটনার দিন যারা ক্যাম্পাসে প্রবেশ করে বাউন্ডারি, পাঁচিল, মূলদ্বার ক্ষতিগ্রস্ত করেছিল, তাদের এই ধ্বংসত্মক কাজের জন্য ফান্ডিং অর্থাৎ টাকা দিয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। জানা গিয়েছে, ইডি ইতিমধ্যেই বীরভূমের পুলিশ সুপারের কাছে এই মামলার এফআইআর কপি-সহ অন্য নথি চেয়ে চিঠি দিয়েছে। সমস্ত নথি খতিয়ে দেখে তারপর মামলা করা হবে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে ঘটনার তদন্ত চেয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ সিবিআই তদন্তের দাবি করবে বলেও শোনা যাচ্ছে।
ভাঙচুরের ঘটনায় দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ির বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এছাড়াও বিশ্বভারতীর তৃণমূল নেতা গগন সরকার-সহ ৯ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ৮ জনকে গ্রেফতার করে। যদিও ঘটনার জট কাটাতে বীরভূম জেলা শাসকের ডাকে সব পক্ষকে নিয়ে আজ, বুধবার একটি বৈঠক হওয়ার কথা আছে।