করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন মহেশতলার তৃণমূল বিধায়ক

0
1

করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার তৃণমূল বিধায়ক তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। আজ, মঙ্গলবার মহেশতলা পুরসভা এবং হাসপাতালের কর্মীরা তাঁকে ফুল-মালায় সম্বর্ধনা জানিয়ে করতালির মাধ্যমে তাঁকে উৎসাহিত করে বাড়ির উদ্দেশ্যে পাঠান।

উল্লেখ্য, গত ৫ অগাস্ট দুলালবাবু তাঁর প্রয়াত স্ত্রীর হাসপাতাল কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেস্যালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে। প্রথম টেস্টে তাঁর কোভিড পজিটিভ ধরা পড়লেও দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তাই এদিন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। দুলালবাবু বাড়িতে যাওয়ার সময়ে হাসপাতালের প্রতিটি স্টাফ এবং মহেশতলা বাসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।