স্বাস্থ্যের অবনতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। ফুসফুসে দেখা দিয়েছে সংক্রমণ। ছেলে অভিজিতের আশা জাগানো টুইটের কিছুক্ষণ পরই এমনই খবর পাওয়া গেল দিল্লি সেনা হাসপাতালের তরফে। প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎবাবু টুইট করে লিখেছিলেন, “আপনাদের সকলের শুভ কামনায় এবং চিকিৎসকদের প্রচেষ্টায় বাবা এখন স্থিতিশীল। তাই গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। চিকিৎসায় তাঁর উন্নতি হচ্ছে। তাঁর দ্রুত আরোগ্যের কামনা করার জন্য সকলকে অনুরোধ জানাই।”সেই টুইটের কয়েক ঘন্টার মধ্যেই চিন্তার খবর মিলল হাসপাতালের তরফে।
উল্লেখ্য, গত ১০ অগাস্ট মাথায় চোট নিয়ে সেনা হাসপাতালে ভর্তি হন প্রাক্তন রাষ্ট্রপতি। সেখানে ব্রেনের অস্ত্রোপচার হয় তাঁর। তারমধ্যেই জানা যায় তিনি কোভিড পজেটিভ। ৮৪ বছরের প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে উদ্বেগ বাড়ে চিকিৎসক মহলে।






























































































































