সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের ভার সিবিআই -এর হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার এই রায় ঘোষণার পর তৎপর হয়েছে সিবিআই। জানা গিয়েছে, ঘটনার তদন্তে মুম্বই যাচ্ছে সিট ও ফরেন্সিক দল। রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। রেকর্ড করা হবে বয়ান। বান্দ্রার যে অ্যাপার্টমেন্টে অভিনেতার মৃত্যু হয়েছে সেখানেও যাবেন তদন্তকারী অফিসাররা। খুঁটিয়ে দেখা হবে সব জিনিস। এই ঘটনার সঙ্গে জড়িত এবং ১৪ জুন উপস্থিত প্রত্যেকের বয়ান রেকর্ড করবে সিবিআই।
প্রসঙ্গত, অভিনেতার মৃত্যুর পর তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। এরপর জুলাই মাসের শেষ সপ্তাহে পাটনার রাজীব নগর থানায় সুশান্তের প্রাক্তন বান্ধবীর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং। তা নিয়ে তুমুল জল ঘোলা হয়। এমনকী মুম্বই পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলে বিহার পুলিশ। এই ঘটনার তদন্ত বিহার থেকে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান রিয়া চক্রবর্তী। একই সঙ্গে কে কে সিং এর আবেদনে সাড়া দিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করে নীতীশ কুমারের সরকার। সেই সুপারিশে এদিন মান্যতা দিল শীর্ষ আদালত। একই সঙ্গে সুপ্রিম কোর্টে জানিয়েছে, পাটনায় এফআইআর দায়ের করার মধ্যে কোনও ভুল নেই।





























































































































