বিজেপির মিছিলকে কেন্দ্র করে শহরের বুকে ধুন্ধুমার কাণ্ড

0
1

এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঁচিল ভাঙা কাণ্ডের জের এসে পড়লো কলকাতায়। আজ, বুধবার দুপুরে সেন্ট্রাল এভিনিউয়ে বিজেপি রাজ্য দফতরের সামনে থেকে যুবমোর্চার কর্মীরা যুবমোর্চা সভাপতি সৌমিত্র খাঁ ও অনুপম হাজরার নেতৃত্বে বিক্ষোভ দেখানোর উদ্দেশ্য প্রায় শ-খানেক বিজেপি কর্মী-সমর্থক জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পথ ধরেন।

যতীন্দ্রমোহন এভিনিউ ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সংলগ্ন রাস্তায় পথ আটকায় বিশাল পুলিশবাহিনী। সেখানেই বিজেপির কর্মী-সমর্থকেরা রাস্তায় বসে পড়েন। বন্ধ হয়ে যায় ধর্মতলা-শ্যামবাজারগামী যান চলাচল। এরপরে পরেই পুলিশ বিজেপি কর্মীদের একে একে তাদেরকে গ্রেফতার করে। তাঁদের নিয়ে যাওয়া হয় লালবাজারে।