রবি ঠাকুর নিজে গাছের তলায় বসে পড়তেন-পড়াতেন, সেখানে পাঁচিল কেন? প্রশ্ন ফিরহাদের

0
1

এদিন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিশ্বভারতীর পাঁচিল ভাঙা নিয়ে মুখ খোলেন। তিনি জানিয়েছেন, বিশ্বভারতীতে কেন পাঁচিল তোলা হবে? ওটা উন্মুক্ত স্থান। যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গাছ তলায় বসে পড়তেন বা পড়াতেন, সেই জায়গা সবসময় উন্মুক্ত থাকার কথা। এবং যেখানে পৌষ মেলা হয়, সেই মাঠ সবার জন্য, বিশ্বের জন্য। তাই বিশ্বভারতীতে সেই জায়গায় পাঁচিল কেন তোলা হবে? প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। বিশ্বভারতী পাঁচিল কাণ্ড নিয়ে তিনি আরও বলেন, আসলে কিছু মানুষ সেই স্থান কুক্ষিগত করার চেষ্টা করছে।

বিশ্ববাজারে পেট্রোলের দাম কমলেও এ রাজ্য ও শহর কলকাতায় পেট্রোলের মূল্য এখনও আকাশছোঁয়া। গত তিনদিন ধরে এক নাগাড়ে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে। এবার এবিষয়েও মুখ খুললেন ফিরহাদ হাকিম।

তিনি জানিয়েছেন, আসলে কেন্দ্র সরকার পেট্রোলের দাম বাড়িয়ে তা থেকে ট্যাক্সের টাকা তুলছে। হতেই পারে এখান থেকে কিছু টাকা বিজেপি নিজের ঘরে তুলছে। আসলে কেন্দ্রীয় সরকার মানুষের সাহায্যার্থে-সুবিধার্থে কোনও কাজই করে না। শুধুমাত্র সাম্প্রদায়িক বা ধর্মের নামে মানুষকে ভয় দেখিয়ে কাজ করে বলেও এদিন মন্তব্য করেন ফিরহাদ হাকিম।