কোভিড-১৯ এর সংক্রমণে মৃত্যুর পারদ রাজ্যে অনেকটাই নিম্নমুখী । বলা যেতে পারে, সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে সংক্রমণের মৃত্যুতে অনেকটাই লাগাম পরাতে সফল হল রাজ্য। একই সঙ্গে সুস্থতার হার রাজ্যে বেড়ে হল ৭৫ শতাংশ। এই দু’টি তথ্য অনেক বেশি স্বস্তিদায়ক রাজ্যের কাছে।
এমনকি , কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও মহামারি পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয়েছে।
যদিও গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩,০৮০ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে যা আগের কয়েক সপ্তাহের তুলনায় খুবই কম। মৃত্যুহার বেশ কিছুটা কমে ২.০৬ শতাংশে এসে ঠেকেছে।
সবচেয়ে বড় কথা, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২,৯৩২ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮৯,৭০৩ জন। রাজ্যে সুস্থতার হার বর্তমানে অনেকটাই বেড়ে ৭৫.০২ শতাংশ হয়েছে। এই পরিসংখ্যান রাজ্য সরকারকে কোভিড সংক্রমণ মোকাবিলায় বাড়তি মনোবল জোগাবে বলে মত বিশেষজ্ঞদের ।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        





























































































































