রাজ্য জুড়ে গণতন্ত্র বাঁচাও দিবস পালন করবে বিজেপি। আগামী ৪ সেপ্টেম্বর গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজ্যের প্রত্যেকটি বিডিও অফিসের সামনে বিক্ষোভ, প্রতিবাদ সভা করবে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার এ কথা জানিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “জানি, এটা কোভিডের সময়, কিন্তু যেভাবে শাসক দল খুন করছে, বিনা অপরাধে জেলে ভরছে, তারপর আর কোভিডের ভয়ে বসে না থেকে পথে নামতেই হবে। সেদিন সারা রাজ্যের প্রত্যেকটি বিডিও অফিসের সামনে কর্মীরা ধর্ণায় বসবেন, বিক্ষোভ দেখাবেন। গণতন্ত্র ভুলুন্ঠিত। তা ফেরাতে আমাদের লড়াই শুরু হলো।”





























































































































