বন্ধের পথে সরকারি সংস্থা স্কুটারস ইন্ডিয়া

0
1

লকডাউন সামাজিক দূরত্ব বিধি মেনে চলা এবং গণপরিবহনের অপ্রতুলতার কারণে একদিকে যেমন দ্বিচক্রযানের বিক্রি বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে, তেমন তার উল্টো ছবিও রয়েছে। শীঘ্রই বন্ধ হতে চলেছে সরকারি সংস্থা স্কুটারস ইন্ডিয়া। এই সংস্থার ল্যামরেটা স্কুটার ৭০ থেকে ৯০ দশক অত্যন্ত জনপ্রিয় ছিল ৷ ভারতে এই স্কুটার তৈরি করার দায়িত্বে ছিল স্কুটারস ইন্ডিয়া৷ সেই সংস্থা বন্ধের জন্য সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই চালু করে দেওয়া হয়েছে৷ স্কুটারস ইন্ডিয়াকে বিক্রি করার জন্য হেভি ইন্ডাস্ট্রি মন্ত্রকের তরফে প্রস্তাব তৈরি করা হয়েছে।

প্রথমে সরকার এই সংস্থায় তাদের পুরো অংশীদারিত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল ৷ কিন্তু কেউ স্কুটার ইন্ডিয়াকে কেনার কোনও ইচ্ছা প্রকাশ না করায় সংস্থাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।