চূড়ান্ত বর্ষের পরীক্ষার সিদ্ধান্তে অনড় কেন্দ্রীয় সরকার।পড়ুয়াদের স্বার্থের দোহাই দিচ্ছেন স্বয়ং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরীক্ষা নিচ্ছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ওই বৈঠকে তিনি বলেন, ” শুধুমাত্র পড়ুয়াদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে ওদের যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয় সেই কাজই করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলিকে জানানো হয়েছে অফলাইন বা অনলাইন অথবা দুই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যাবে।”
প্রসঙ্গত, গত ৬ জুলাই নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। মহামারি আবহে পরীক্ষা নিয়ে বিরোধিতা করছে একাধিক রাজ্য। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশিকা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পড়ুয়ারাও। যদিও পরীক্ষা নিয়ে জট এখনও কাটেনি।