বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনীর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন আইপিএস অফিসার রাকেশ আস্থানা। গুজরাত ক্যাডারের এই অফিসার এতদিন ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির দায়িত্বে ছিলেন। তার আগে সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন। আগামী বছর ৩১ জুলাই পর্যন্ত বিএসএফের দায়িত্ব সামলাবেন আস্থানা। ১৯৮৪ ব্যাচের এই আইপিএস অফিসার দেশের বহু হাই প্রোফাইল মামলার তদন্তকারী অফিসার হিসাবে কাজ করেছেন। লালুপ্রসাদ যাদবের কুখ্যাত পশুখাদ্য কেলেঙ্কারি মামলার তদন্তে ছিলেন তিনি। সিবিআইয়ের সেকেন্ড-ইন-কম্যান্ড আস্থানা গত বছর ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশনর ডিরেক্টর জেনারেল পদে বহাল হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন বলে পরিচিত আস্থানা সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর থাকাকালীন তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সিবিআই ডিরেক্টর অলোক বর্মা। ২০১৮ সালের এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআইয়ের অন্দরের দ্বৈরথ প্রকাশ্যে চলে এসেছিল। দীর্ঘ তদন্তের পর এই বছর সিবিআই আস্থানাকে ‘ক্লিনচিট’ দেয়। জানায়, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয়।