আর গোপালনের হাতে জি-এর দায়িত্ব, চেয়ারম্যান এমিরেটস সুভাষ চন্দ্র

0
1
সুভাষ চন্দ্র

জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের চেয়ারম্যানের আসনে বসলেন আর গোপালন। আজ, মঙ্গলবার থেকেই এই দায়িত্ব নেন তিনি। অন্যদিকে, সুভাষ চন্দ্রকে

চেয়ারম্যান এমিরেটসের মতো আলংকারিক পদে বসাল সংস্থার বোর্ড। আগে নন এক্সিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন তিনি।

গতবছর ২৫ নভেম্বর অ্যাডিশনাল ডিরেক্টর পদে বসেন আর গোপালন। জি -এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই সংস্থা চন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর অবদানকে সংস্থা সম্মান জানায়। বোর্ড চেয়ারম্যান এমিরেটসের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধে তিনি সাড়া দিয়েছেন। ১৯ অগাস্ট থেকে এই দায়িত্ব সামলাবেন চন্দ্র।