স্বস্তির খবর: কোভিড রিপোর্ট নেগেটিভ রাজ-ঘরণী শুভশ্রীর

0
4

সোমবারই পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর থেকেই রাজ-ঘরণী শুভশ্রীকে নিয়ে উদ্বেগ শুরু হয়। কারণ তিনি অন্তঃসত্ত্বা। রাজের সঙ্গে একই বাড়িতে ছিলেন তিনি। তবে মঙ্গলবার দুপুরে রাজ নিজেই টুইট করে জানান, “খুশির খবর, শুভশ্রী এবং পরিবারের বাকি সকলের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ। স্বস্তি পেলাম। আমি ভাল আছি। আলাদা ঘরে থাকছি। আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ”।
সোমবার দুপুরে পরিচালক রাজ চক্রবর্তী টুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত। তিনি জানান, আপাতত হোম আইসোলেশনে থাকবেন তিনি।


এর পর থেকেই শুভশ্রীকে নিয়ে উদ্বেগে ছিল পরিবার, আত্মীয়, বন্ধুরা। কারণ, সন্তানসম্ভবা রাজের স্ত্রী। তাই তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় ছিলেন সকলেই। শুভশ্রীর রিপোর্ট নেগেটিভ আসায় আপাতত স্বস্তিতে পরিবার। সম্ভবত সেপ্টেম্বরে সন্তান জন্ম নিতে চলেছে তাঁদের বলে ইঙ্গিত পরিবারের।