বিধানসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে কি নতুন কোনো দল তৈরির চেষ্টা হচ্ছে? জল্পনা বাড়ছে। তৎপরতাও। দিল্লির নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ চলছে। সূত্রের খবর, দলটি যদি তৈরি হয়, তার পিছনে থাকবে অন্য একটি বড় দল। ভোটে ছোট দলটির সঙ্গে তারা কিছু আসনে জোট করবে। ছোট দলে বড় নাম থাকতে পারে ধরে নিয়েই অঙ্কটা কষা চলছে। এবিষয়ে কিছুদিন আগেও একটি বৈঠক হয়েছে। তবে এটি কতদূর এগোবে এবং কারা কাদের উপর কতটুকু বিশ্বাস রাখতে পারবে, তা নিয়ে এখনও বহু প্রশ্ন তাদের নিজেদের মধ্যেই আছে। জানা গিয়েছে একটি বড় দল নিজেদের দলের ভেতরের কোন্দল সামলাতে নাজেহাল হয়ে নবাগতদের জন্য এই ফর্মুলা ভেবে এগোচ্ছে। তবে কিছু কথা এগোলেও তাদের এই ফাঁদে বড় কোনো নাম পা দেবে কীনা, তা এখনও অনিশ্চিত।






























































































































