“আমার সময় ফুরিয়ে আসছে” বিস্ফোরক কঙ্গনা

0
5

সময় ফুরিয়ে আসছে, টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এমন দাবি করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মুভি মাফিয়াদের কীর্তি প্রকাশ্যে আনায় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে বলে তাঁর ধারণা। কিন্তু তাতে দমে থাকেনি অভিনেত্রী। বরং স্পষ্ট ভাষায় জানালেন, মুভি মাফিয়াদের কীর্তি প্রকাশ্যে আনার কাজ চালিয়ে যাবেন তিনি।

সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে কঙ্গনা লেখেন, “আমার সময় ফুরিয়ে আসছে। যে কোনও সময় আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এর মধ্যেও আমি মুভি মাফিয়াদের কীর্তি প্রকাশ্যে আনার চেষ্টা করে যাব।”

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণ নিয়ে মুখ খুলছিলেন তিনি। করণ জোহর থেকে আলিয়া ভাটদের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী। তাঁর এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন অনেকেই। আবার বিরোধিতাও করেছেন কেউ কেউ। সম্প্রতি হ্যাশট্যাগের মাধ্যমে বয়কট কঙ্গনা বলে ক্যাম্পেন চলছে। তবে পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। কঙ্গনার সমর্থনে তাঁর অনুরাগীরা লিখেছেন, টুইটার বন্ধ করলে মুখ বন্ধ করা যায় না। কেউ আবার তাঁকে টুইটার ছেড়ে ইউটিউবে যাওয়ার পরামর্শ দিয়েছেন।