বলাগড়ে বিডিও অফিসে কোভিডের থাবা, আক্রান্ত বিডিও

0
3

এবার হুগলির বলাগড় ব্লকের বিডিও সমিত সরকারের করোনা সংক্রমণ ধরা পড়ল। বিডিও সমিত সরকারের সঙ্গে আরও বেশ কয়েকজন হোম কোয়ারেন্টনে রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার, বলাগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক আসিম মাজি বলেন, বিডিও অফিসে করোনা সংক্রমণ ধরা পড়ায় কিছুদিন অফিস বন্ধ থাকবে।