গেরুয়া ছেড়ে যুব তৃণমূলে শতাধিক যুব মোর্চার সদস্য

0
1

গেরুয়া শিবির ছেড়ে কোচবিহারে শতাধিক বিজেপি যুব মোর্চার সমর্থক যোগ দিলেন তৃণমূল যুব কংগ্রেসে। মঙ্গলবার দলীয় কার্যালয়ে তাদের হাতে পতাকা তুলে দেওয়া হয়। বিজেপির যুব মোর্চার নীতিহীন রাজনীতি এবং সম্মান না পাওয়ার অভিযোগে তাঁরা তৃণমূলে যোগ দিলেন বলে দলবদল করে জানান বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজ এবং যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গঠনমূলক কাজে যোগ দিতে তৃণমূলে এসেছেন বলেও জানিয়েছেন সদ্য যোগ দেওয়া যুব তৃণমূল কর্মীরা।