বেসরকারি স্কুলের বেতন পর্যালোচনায় দুই সদস্যের কমিটি গঠন করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার রাজ্য সরকার শিক্ষাবিদ গোপা দত্তের নাম প্রস্তাব করেছে হাইকোর্টে। দুই সদস্যের কমিটির মধ্যে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস তা সোমবার জানিয়েছিল আদালত। আরেকটি নাম রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই অনুযায়ী এদিন গোপা দত্তের নাম প্রস্তাব করে সরকার।
দুই সদস্যের এই কমিটি মামলা সংক্রান্ত ১২১ টি স্কুলের আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে। এই রিপোর্ট ৭ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে জমা দেবে সংশ্লিষ্ট কমিটি। প্রসঙ্গত, এর আগে ১৫ আগস্টের মধ্যে বকেয়া বেতনের ৮০ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছিল, বেতন না দিলে পড়ুয়া অনলাইন ক্লাস করতে বা অনলাইন পরীক্ষা দিতে পারবে কি না সেই সিদ্ধান্ত নিতে পারবে স্কুলগুলি।






























































































































