বাবরি মসজিদ প্রসঙ্গে কংগ্রেসকে তোপ দাগলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রীতিমতো কটাক্ষের সুরে সিন্ধিয়া বলেন, কংগ্রেস নিজেই জানে না রাজীব গান্ধী বাবরি মসজিদের তালা খুলেছিলেন কি না। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ এবং কংগ্রেস সাংসদ শশী থারুরকে নিজের বক্তব্যে নিশানা করেন তিনি।
সোমবার ইন্দোরে যান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিজেপিতে যোগ দেওয়ার এই প্রথম মধ্যপ্রদেশে যান তিনি। বিমানবন্দরে তিনি বলেন, “কমলনাথ বলছেন রাজীব গান্ধী বাবরি মসজিদে তালা খুলে ছিলেন। আবার শশী থারুর বলছেন রাজীব গান্ধী তালা খোলেননি। কংগ্রেস নিজেই জানে না রাজীব গান্ধী কী করেছেন।” একইসঙ্গে মধ্যপ্রদেশে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথকে দায়ী করেন জ্যোতিরাদিত্য।
প্রসঙ্গত, গত ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমিপুজোর দিন কমলনাথ বলেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বাবরি মসজিদের তালা প্রথম খুলেছিলেন। আবার শশী থারুর বলেন রাজীব গান্ধী বাবরি মসজিদের তালা খোলেননি। সেই প্রসঙ্গে জ্যোতিরাদিত্যর কটাক্ষ কংগ্রেসকে।





























































































































