ফের হাসপাতালে ভর্তি করতে হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার গভীর রাতে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে। এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে চিকিত্সকদের একটি দল অমিত শাহের উপর সর্বক্ষণ নজর রাখছেন। প্রসঙ্গত, গত শুক্রবারই করোনামুক্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অমিত শাহ।
উল্লেখ্য, গত ২ অগাস্ট ট্যুইট করে নিজেই তাঁর কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অমিত শাহ। তিনি লিখেছিলেন, “করোনার উপসর্গ দেখা দেওয়ায় আমি পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তবে ডাক্তারদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হচ্ছি। আপনাদের মধ্যে যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেটেড রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।” এরপর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।