ফের হাওড়ায় বিজেপি শিবিরে বড়সড় ভাঙন, দলে দলে যোগ তৃণমূলে

0
4

সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাসের মধ্যেই রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গুছিয়ে নিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর ঘর ভাঙছে বিরোধীদের। ফের গেরুয়া শিবিরে বড়সড় ফাটল ধরাল রাজ্যের শাসকদল। কলকাতার উপকণ্ঠে হাওড়া জেলার উলুবেড়িয়ায় টানা দু’দিন ধরে বিজেপি-সহ বাম-কংগ্রেস থেকে প্রায় কয়েক হাজার কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।

ঘাসফুল শিবিরের দাবি, গতকাল গ্রামীণ হাওড়ার খলিশানী কালীতলাতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভার মঞ্চ থেকে বিজেপি-সিপিএম-কংগ্রেস থেকে আসা প্রায় হাজারখানেক কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি।

ইদ্রিশ আলি বলেন, “সবে শুরু। বিজেপির আরও অনেকেই তৃণমূলে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। ঠিক সময় মতই তাঁদের তৃণমূলে যোগদান করানো হবে।”

তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় এই কঠিন পরিস্থিতিতে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে অসহায় মানুষদের থাকা-খাওয়া-সহ একটি ধর্মশালা করার পরিকল্পনা আছে।”