কোভিড হাসপাতালগুলিতে চিকিৎসা সংক্রান্ত তথ্য আদান-প্রদানে স্বচ্ছতা আনতে কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করল রাজ্য সরকার। কলকাতার এমআর বাঙুর-সহ তিন হাসপাতালে সোমবার থেকে প্রাথমিক পর্যায়ে তা চালু হলেও এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের ৮৪ টি কোভিড হাসপাতালেই ওই ব্যবস্থা চালু হয়ে যাবে এদিন নবান্নে জানান মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট থেকে রোগীর আত্মীয়রা হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তের চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে যাবতীয় তথ্য কম্পিউটারে এক ক্লিকেই পেয়ে যাবেন।