সুশান্তের সই নকল করে টাকা সরিয়েছেন রিয়া, দাবি প্রাক্তন ম্যানেজার শ্রুতির

0
1

সুশান্তকে অবচেতন করে, তাঁর সই জাল করে টাকা সরাতেন রিয়া। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে এমনটাই জানিয়েছেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইডিকে শ্রুতি বলেছেন সুশান্তকে প্রায় ৩ মাস ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতেন রিয়া। সেই সময় অভিনেতার সই নকল করে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন রিয়া। একবার নয়, একাধিকবার এই কাজ করেছেন তিনি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুশান্তের প্যানকার্ড এবং কোম্পানির বেশ কিছু নথি।

দিন কয়েক আগে সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং বলেন, “ময়নাতদন্তের রিপোর্টে সময়ের উল্লেখ নেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। একটা হাইপ্রোফাইল ঘটনায় উল্লেখ থাকবে না এটা হতে পারে না। মুম্বই পুলিশ এবং কুপার হাসপাতালকে জবাব দিতে হবে।”