পেট্রোল ডিজেল নয়, এবার জলেই চলবে গাড়ি !

0
1

কখনও ভেবেছেন পেট্রোল ডিজেল নয় জলেই চলবে গাড়ি ! এই অসম্ভবকে বাস্তব করে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন এক ভারতীয় মেকানিক।মধ্যপ্রদেশের ৪৪ বছর বয়সি মহম্মদ রাসি মাকরানির এই আবিষ্কারে জোর জল্পনা দুনিয়া জুড়ে ।
আসলে পেট্রোল ডিজেলের দাম দিন দিন বেড়েই চলেছে । এমনকি দূষণমুক্ত ইলেক্ট্রিক গাড়ির দামও আকাশছোঁওয়া ।
তাই এবার থেকে
এক স্থান থেকে অন্যত্র যেতে, ব্যাটারি, জ্বালানি কিছুই লাগবে না । পর্যাপ্ত জল থাকলেই চলবে গাড়ি । সম্প্রতি তাঁর ওই জলে চলা গাড়ির ভি়ডিওটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।২০১২ সালে এই জলে চলা গাড়ি তৈরি করেন তিনি । নিজের মারুতি ৮০০ গাড়িটিকেই এই আকার দেন তিনি। তিনি জানিয়েছেন , গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। এমনকি মোবাইলের নম্বর টিপেও গাড়িটি চালু ও বন্ধ করা যায়।জানা গিয়েছে, এই মোটর মেকানিক্যাল কোনও প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। উচ্চমাধ্যমিক পাশ করেই হাতে কলমে কাজ শুরু করেন। তাঁর গাড়িটির পেটেন্টও করিয়ে নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে মাকারানির এই গাড়ি বাজারে আনতে উৎসাহী এক চিনের সংস্থা ।
মাকরানি আরও জানিয়েছেন, এই ৭৯৬ সিসির গাড়িটি তৈরি করতে তাঁর সময় লেগেছে দেড় বছর। কোনও ভারতীয় সংস্থা তাঁর গাড়িটি নিয়ে উৎসাহিত না হওয়ায় রীতিমতো হতাশ এই আবিষ্কর্তা ।