কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে ঘন্টা খানেকের বৈঠকে জল্পনা উস্কে দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে মুকুল রায়ের বিবৃতি, বিজেপিতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। শুধু তাই নয়, দাঁড়ালেন রাজ্যপালের পাশেও। নির্দিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব না পেলেও মুকুল এদিন যেন পার্টির ‘ইয়েস ম্যান’।
বুধবার থেকে ফের দলের সাংগঠনিক বৈঠক শুরু। দিল্লিতে যেখানে শেষ করা হয়েছিল, সেখান থেকে ফের বৈঠক হবে। জোন ধরে জেলা ধরে বৈঠক হবে। সেই বৈঠকের প্রস্তুতি হিসাবেই সোমবার মুকুল রায় বৈঠকে বসেছিলেন। পরে সাংবাদিকদের মুকুল বলেন, কেউ কেউ বিজেপির মধ্যে ফাটল দেখতে পাচ্ছেন। খোঁজার চেষ্টা করছেন। আমি বলছি, বিজেপিতে দ্বন্দ্ব নেই। রাজভবনের ফাইল লোপাটের অভিযোগ প্রসঙ্গে মুকুল বলেন, মাথায় রাখবেন, কে অভিযোগ করছেন? অভিযোগ করছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। ফলে এই অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। সরকারের উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা। মুকুল বলেন যে, সমস্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।