বিশ্বের অন্যতম সেরা মহিলা ক্রিকেটারের ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড। তবু তাঁর ২০ বছরের কেরিয়ার যে বিশ্বকাপ শূন্য! সেই পরিসংখ্যানই কুড়েকুড়ে খায় মিতালিকে। এবার সেই হার্ডেল যেনতেন প্রকারেণ পেরোতে চান মিতালি রাজ ।
দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। অথচ একবারও তিনি বিশ্বকাপ ঘরে তুলতে পারেননি। তবে ২০২১-এ যেনতেন-প্রকারণ তিনি ৫০ ওভারের বিশ্বকাপ জিততে চান বলে জানিয়েছেন । এই টুর্নামেন্টে তিনি নিজের সেরাটা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন মিতালি।
আর এক মাস গেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২১ বছর পূ্র্ণ করবেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। দীর্ঘ কেরিয়ারে ভারতীয় দলের হয়ে ১০টি টেস্ট, ২০৯টি ওয়ান ডে ও ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৬৬৩, ৬৮৮৮ ও ২৩৬৪ রান করেছেন মিতালি রাজ। আটটি আন্তর্জাতিক শতরানও রয়েছে তাঁর।
২০০০ সালে ভারতীয় দলের হয়ে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি । এরপর দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ৩৭ বছরের মহিলা ক্রিকেটার। ২০১৭ সালের ফাইনালে পৌঁছেছিল মিতালি নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু আয়োজক ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল ।
২০২১-র ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে শুরু হওয়ার কথা মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে না গেলে কিংবা কোনও অঘটন না ঘটলে এই টুর্নামেন্টই মিতালি রাজের ক্রিকেট কেরিয়ারের শেষ বড় টুর্নামেন্ট হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.