সেন্ট্রাল জেলে ভাইরাসের কোপ, এক সপ্তাহে আক্রান্ত ৩৬৩

0
1

ভাইরাসের কোপ পড়েছে কেরলের সেন্ট্রাল জেলে। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন কারাগারের ৩৬৩ জন। কয়েদি ছাড়াও এই তালিকায় রয়েছেন কারাগারের কর্মী।

সুপারইনটেনডেন্ট সন্তোষ এ জানিয়েছেন, “পুজাপুরার আন্ডারট্রায়াল কয়েদিদের রিপোর্ট পজিটিভ আসে। গত এক সপ্তাহে ৩৫০ -র বেশি কয়েদি আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কারাগারের কর্মীও আছেন। শুধুমাত্র রবিবার আক্রান্ত হয়েছেন ১৪৫। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জেলের মধ্যে বিশেষ আইসোলেশনে রাখা হয়েছে।”

সেন্ট্রাল জেল সূত্রে খবর, মে মাস থেকে থার্মাল স্ক্রিনিং শুরু হয়েছে। সব মিলিয়ে ৯৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। রবিবার ২৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। কর্মীদের মধ্যে একজন আক্রান্ত হয়েছেন।