সাংবাদিকদেরও এবার কোভিড ওয়ারিয়র হিসেবে সম্মান: ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
1

কোভিড ওয়ারিয়র হিসেবে এবার সাংবাদিকদেরও সম্মান জানাবে রাজ্য। পয়লা সেপ্টেম্বর ‘পুলিশ দিবস’-এ এই সম্মান জানানো হবে। সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন পুলিশ, স্বাস্থ্যকর্মীদের মতোই সামনের সারিতে থেকে করোনার খবর করছেন সাংবাদিকরা। এই কাজ করতে গিয়ে আক্রান্তও হচ্ছেন। সেই কারণে কোভিড যোদ্ধা হিসেবে তাঁদের সম্মান প্রাপ্য। প্রতিটি সংবাদ মাধ্যমকে দুজন করে কোভিড যোদ্ধা সাংবাদিকের নাম পাঠাতে বলেছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, কোভিড যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে কোনও সাংবাদিকের মৃত্যু হলে, তাঁর পরিবারের সদস্যকে চাকরি দেওয়ারও সরকার চেষ্টা করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।