Breaking: প্রাইভেট স্কুলের বেতন, ২ সদস্যের কমিটি গড়ে দিল হাইকোর্ট

0
1

প্রাইভেট স্কুলের বেতনবিতর্কে দুই সদস্যের কমিটি গড়ে দিল কলকাতা হাইকোর্ট। এর মধ্যে একজন হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। অন্যজনের নাম মঙ্গলবার কোর্টে জানাবে রাজ্য। এই কমিটি মামলা সংক্রান্ত ১১২ টি স্কুলের আয়ব্যয়ের হিসেব দেখে রিপোর্ট দেবে।

আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন,” এর আগে কোর্ট বলেছিল জুলাই পর্যন্ত বকেয়া বেতন ১৫ অগাস্টের মধ্যে দিতে হবে। এবার পুরোপুরি কমিটি করে দিল হাইকোর্ট।” অয়ন বলেন,” আমার মক্কেল অ্যাডামাস স্কুল সব নিয়ম মানে। ছাড় দেয়। কিন্তু বাসের তেলের খরচ মকুব করলেও বাসচালক, কর্মীদের বেতনের বাবদ খরচ মকুব করবে কীভাবে? ক্লাস হোক বা অনলাইন হোক, শিক্ষকদের বেতনও তো দিতে হয়। ফলে যতটা ছাত্রদের ছাড় দেওয়ার ততটাই দেওয়া হয়। তার বেশি দিলে পরিকাঠামো ভেঙে পড়বে। হাইকোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। মামলাকারীরাও বাস্তব বুঝলে ভালো।”