রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক কৈলাস বিজয়বর্গীয়

0
1

রাজ্যের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নালিশ জানাতে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে গিয়ে আজ, সোমবার দেখা করলেন বিজেপি নেতা তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সেখানে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন রাজ্যপালের সঙ্গে। হুগলির খানাকুলে বিজেপি কর্মী খুনের ঘটনা নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। রাজ্যের একাধিক জায়গায় আইন-শৃঙ্খলা ব্যবস্থার অবনতি হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

রাজ্যপাল নিজেও এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণের তির শানিয়েছেন। পুলিশ নিরপেক্ষ ভূমিকা না নিয়ে শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি। এর আগে পুলিশের সম্পত্তি বৃদ্ধি নিয়েও আক্রমণ শানিয়ে ছিলেন তিনি। মূলত, রাজ্য বিজেপির অন্দরে বেড়ে চলা দ্বন্দ্ব মেটাতেই কলকাতা সফরে এসে নজর ঘোরাতে কৈলাস বিজয় বর্গীয় এমনটাই মনে করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিকে, অমিত শাহ এবং জেপি নাড্ডার দূত হিসেবেই কৈলাস বিজয়বর্গী-এর রাজ্য সফর বলে মনে করা হচ্ছে। এছাড়া, সোমবার বেশিরভাগ সময়টাই মুকুল রায়ের সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়।