করোনায় মৃত্যুর হার কমছে রাজ্যে জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যসচিব দাবি করেছেন, কোভিড পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সব রকম ভাবে প্রস্তুত।
হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক শয্যা রয়েছে। রাজ্যের মোট ১১ হাজার ৭৭৫ টি কোভিড শয্যার মধ্যে বর্তমানে মাত্র ৩৫ শতাংশ শয্যায় রোগী ভর্তি রয়েছে। প্রতিটি শয্যায় অক্সিজেন সরবরাহ পরিকাঠামো তৈরি করা হয়েছে। বেড অকুপেন্সি রেট এবং মৃত্যুহার কমছে। প্রতিদিন রাজ্যে ৩৫ হাজারের বেশি কোভিড নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। রাজ্যের পরিস্থিতি নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই বলেও জানান। তাঁর দাবি, আজকের দিনে রাজ্যে ৫১৭৩ জন করোনা আক্রান্ত হাসপতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ৬ শতাংশের অবস্থা গুরুতর। ৯৯৭ জনের মাঝারি সংক্রমণ রয়েছে। বাকি ২২৬৩ সংক্রমণ মৃদু। উপসর্গহীন২২ হাজার মানুষ সেফ হোম বা আইসোলেশনে আছেন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে যত মৃত্যু হয়েছে তার ৮৯ শতাংশের জন্যই কো-মর্বিডিটি দায়ী বলে মুখ্য সচিব জানিয়েছেন।





























































































































