বিহারে জটিল সমীকরণে জোট গড়ে মসনদে বসতে চাইছে তিনপক্ষ!

0
1

বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই ভাঙা-গড়ার খেলা শুরু হয়ে গিয়েছে বিহারে। জটিল সমীকরণে জোট গড়ে মসনদে বসতে চাইছে তিন পক্ষ। সেইসঙ্গে নতুন অঙ্ক কষাও শুরু করে দিয়েছে সমস্ত দল। বর্তমান শাসকজোটের হাল খুবই নড়বড়ে। বিরোধী জোটের শক্তিও ক্ষীণ। এই অবস্থায় নতুন সমীকরণের কথা ভাবছে বিজেপি। নীতীশ কুমারও লেগে পড়েছেন নতুন অঙ্ক কষতে।

বিহারে বিধানসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই হওয়ার প্রবল সম্ভাবনা। বিজেপি ও জেডিইউ আলাদাভাবে লড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে নীতীশ কুমারের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে তার সঙ্গ ত্যাগ করে এককভাবে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। প্রয়োজনে লোক জনশক্তি পার্টিকে জোটে টানতে পারে গেরুয়া শিবির।
২০১৫-র মতো বিজেপির বিরুদ্ধে যদি মহাজোট হয়, তাও অস্বাভাবিক নয়। তেজস্বী ও তেজপ্রতাপের দুই আরজেডি, কংগ্রেস, হাম ও রাষ্ট্রীয় লোক সমতা পার্টির সঙ্গে যদি নীতীশ কুমার হাত মেলান, তাহলে ফের মহাজোট তৈরি হতে পারে।

এদিকে, এলজেপির চিরাগ পাসোয়ান দলের অন্দরে জানিয়েই দিয়েছেন, খুব শীঘ্রই তাঁরা নীতীশের জোট সরকার ছেড়ে বেরিয়ে আসবেন। এলজেপি বিহারের মানুষের ইস্যু নিয়ে লড়াই করবে। নীতীশ কুমারকে ছাড়লেও বিজেপিকে ছাড়ছে না লোক জনশক্তি পার্টি। তারা বিজেপির সঙ্গে সুসম্পর্ক রেখেই চলছে। এখন কী সমীকরণে বিহার বিধানসভা নির্বাচনে লড়াই হবে, তা জানা সময়ের অপেক্ষা।