লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। আর সেই লক্ষ্যে সংগঠনের শক্তি বাড়াতে সর্বত্র এগিয়ে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে রাজ্য বিজেপিতে ভাঙন অব্যাহত। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান পর্ব চলছেই। একুশের বিধানসভা নির্বাচনের আগে যা শাসক শিবিরকে আরও শক্তিশালী করছে বলেই ধারণা রাজনৈতিক মহলের।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ঠিক তার আগে দলের অন্তর্কলহ ঢাকতে কিংবা ঐক্যের বাতাবরণ প্রমাণ করতে দিলীপ-মুকুলদের কলকাতা থেকে দিল্লি, একাধিকবার একাধিক অনুষ্ঠান করে সাংবাদিকদের সামনে বলতে হচ্ছে, “ছিলাম-আছি-থাকবো” কিংবা এসব “তৃণমূলের কুৎসা”, ঠিক সেই সময়ই রাজ্যের প্রতিটি প্রান্তেই ঘাসফুল শিবির মমতা ম্যাজিকে সংগঠনের শ্রীবৃদ্ধি করে চলেছে।
গত লোকসভা নির্বাচনে বাংলাজুড়ে ভালো ফল করেছিল বিজেপি। কিন্তু বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরের
আত্মবিশ্বাসী বিরাট ফাটল ধরা পড়ছে। বিজেপিকে একের পর এক গোল দিয়েছে শাসকদল তৃণমূল। বিজেপির একাধিক শক্তঘাঁটিতে থাবা বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপির হেভিওয়েট নেতা থেকে তৃণমূলস্তরের বুথ কর্মীদের ছিনিয়ে নিয়েছে তৃণমূল। আর ঘাসফুল শিবিরের বাউন্সারে একের পর এক উইকেট পতনে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবিরের ভোট ম্যানেজারেরা।
আজ, সোমবার সকাল সকাল ফের গেরুয়া শিবিরে বড়সড় থাবা বসালো শাসক দল। এবার প্রায় এক হাজার বিজেপি কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে। এবার দক্ষিণ ২৪ পরগণার আমফান বিধ্বস্ত সুন্দরবন অঞ্চলে ঘর গুছিয়ে নিলো তৃণমূল। বিজেপির ঘর ভেঙে তৃণমূলের ঘর শক্তিশালী করলেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। গোসাবা ব্লকের সাতজেলিয়া ও লাহিরিপুর অঞ্চলের ৮০০ জনেরও বেশি বিজেপি কর্মী-সমর্থক এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের উপস্থিতিতে এদিন তৃণমূল কংগ্রেসের একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। সেখানেই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় হাজার বিজেপি কর্মী-সমর্থক।
প্রসঙ্গত, গত ২১ জুলাই তৃণমূলের ভার্চুয়াল শহিদ দিবসের অনুষ্ঠান থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেছিলেন, “ভুল করে যদি কেউ বিজেপিতে গিয়ে থাকেন, তাহলে তৃণমূলে ফিরে আসুন। কেউ যদি কংগ্রেস বা সিপিএমে গিয়ে থাকেন, তাঁরাও ফিরে আসুন। মানুষের জন্যে যদি কাজ করতে চান, তাহলে তৃণমূলেই একমাত্র সেই সুযোগ পাবেন।” তারপর থেকেই বিজেপি-সহ অন্য বিরোধী দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক লেগেছে।