আজ এখন যা জানবেন তা জানলে চোখ কপালে উঠতে বাধ্য! হ্যাঁ, গল্প হলেও সত্যি যে একসময় ভারতেই চালু ছিল ১০ হাজার টাকার নোট। কী অবাক হচ্ছেন? হাল আমলে অনেক টাকাই তো বাতিল হতে দেখেছেন । কিন্তু জানেন কী, এই জমানার মতোই একবার বাতিল হওয়ার পর আবারও চালু করা হয়েছিল দশ হাজার টাকার নোট ।
অবশ্য বিষয়টা জানতে গেলে আপনাকে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায় । সালটা ছিল
১৯৩৮ । পরাধীন ভারতে তখন রমরমিয়ে চলছে ইংরেজ শাসন। ওই বছরই প্রথম কাগজের নোট ছাপানো শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক। প্রথম ছাপা শুরু হয় ৫ টাকার নোট। পরবর্তীতে সেই বছরেই নতুন ১০ টাকা, ১০০ টাকা, ১০০০ টাকা এবং ১০ হাজার টাকার নোটও ছাপানো শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক । যদিও ১৯৪৬ সালে আচমকাই বাতিল করে দেওয়া হয় ১০০০ এবং ১০ হাজার টাকার নোটটি। এরপর ১৯৪৭ সালে দেশ স্বাধীন নয়। পরে ফের ১৯৫৪ সালে নতুন করে ১০০০ টাকা এবং ১০ হাজার টাকার নোট বাজারে নিয়ে আসা হয়। এরপর বাজারে আসে ৫০০০ টাকার নোটও। শেষপর্যন্ত অবশ্য ১৯৭৮ সালে এই পাঁচ হাজার এবং দশ হাজার টাকার নোট পুরোপুরি বাতিল হয়ে যায়। কী, এবার বিশ্বাস হল তো!
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.